ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

করাচি থেকে ফিরলে গ্রেফতার করা হয় শেখ মুজিবকে 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-৩৭)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৪, ১৭ এপ্রিল ২০২৩

যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য শেখ মুজিবুর রহমান স্বায়ত্বশাসন আদায়ের ব্যাপারে চেষ্টা চালাতে থাকেন। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও সরকারি ছুটি ঘোষনা এবং বর্ধমান হাউসকে বাংলা একাডেমি করার প্রস্তাব দেন। 

পাকিস্তানের কেন্দ্রীয় সরকার চারপাশ থেকে যুক্তফ্রন্ট মন্ত্রিদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র শুরু করে। তাদের ইন্ধনে পূর্ববাংলার বহু এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটে। এর দায় চাপায় যুক্তফ্রন্ট নেতাদের কাঁধে। 

১৯৫৪ সালের ৩০ মে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দেয়। শাসনতন্ত্রের ৯২ (ক) ধারা জারির মাধ্যমে প্রদেশে গভর্নরের শাসন প্রবর্তন হয়। পাকিস্তানের প্রতিরক্ষা সচিব ইস্কান্দার মির্জা পূর্ববাংলার গভর্নর হয়। 

ক্ষমতা  গ্রহন করেই ইস্কান্দার মির্জা পূর্ববাংলায় ত্রাসের রাজত্ব কায়েম করে। নিষিদ্ধ করে কমিউনিস্ট পার্টি। যুক্তফ্রন্টের হাজার হাজার নেতাকর্মীকে আটক করে জেলে পাঠায়। গ্রেফতার হন ৫৩ জন এমএলএ। করাচি থেকে ফিরলে শেখ মুজিবকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। গৃহবন্দি হন ফজলুল হক। মওলানা ভাসানী ও সোহরাওয়ার্দী ঐ সময় বিদেশে ছিলেন। 

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com  

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি